কাতার বিশ্বকাপ: উড়ন্ত সৌদি আরবকে রুখতে মাঠে নামছে পোল্যান্ড

|

কাতার বিশ্বকাপে আজকের দ্বিতীয় ম্যাচে এডুকেশন সিটি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পোল্যান্ড ও সৌদি আরব। শনিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে গ্রুপ ‘সি’ এর এই ম্যাচটি। আর্জেন্টিনা সমর্থকরাও গভীরভাবে পর্যবেক্ষণ করছেন গুরুত্বপূর্ণ এ ম্যাচ।

পয়েন্ট টেবিলে নিজেদের স্থান শক্ত করতে জয়ের জন্যই আজ মাঠে নামবে পোল্যান্ড। প্রথম ম্যাচে লেভানদভস্কি পেনাল্টি মিস করায় জয়ের খুব দ্বারপ্রান্ত থেকে ফিরে আসে পোলিশরা। শেষ ১৬ ষোল নিশ্চিতে আজকের এ ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই পোল্যান্ডের হাতে। আজকে সৌদির বিপক্ষে আরকাদিয়ুশ মিলিককে শুরু থেকেই মাঠে দেখা যেতে পারে। এখন পর্যন্ত ৪ বার দেখা হয়েছে সৌদি আরব ও পোল্যান্ড। দুটো ম্যাচই জিতেছে পোল্যান্ড।

অন্যদিকে, প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে জয়ের পর বেশ অনেকটা আত্মবিশ্বাসী সৌদি আরব। কিন্তু, চোয়ালের অস্ত্রোপচারের কারণে ইয়াসির আল-শাহরানি দলের বাইরে আছেন। গত ৫ ম্যাচে ২টি করে জয় আছে উভয় দলের ঝুলিতে।

সৌদি আরব একাদশ: আল ওয়াইস (গোলরক্ষক), আল বেরিক, আল বুরাইহি, আল আমরি, আবদুল হামিদ, আল মালকি, আল দাওসারি, মোহাম্মদ কানো, আল নাজেই, আল বুরাইকান, আল শেহরি।

পোল্যান্ড একাদশ: সিজনি (গোলরক্ষক), বেরজিনস্কি, গ্লিক, কিউইওর, ক্যাশ, বেইলিক, ক্রিচোইয়াক, ফ্রাংকোউস্কি, জেইলিনস্কি, মিলিক, লেফানদভস্কি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply