চরম আরব বিদ্বেষী বেন গেভিরকে জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে ইসরায়েল। কট্টর ডানপন্থী এ নেতাকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার দায়িত্ব দিয়ে ফিলিস্তিনিদের প্রতি কঠোর হওয়ার বার্তা দিলো বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন সরকার। ফিলিস্তিনিদের শঙ্কা, পশ্চিম তীর ও গাজায় আতঙ্ক হয়ে উঠতে পারে বেন গেভির। আল আকসা ঘিরেও উত্তেজনা আরও বাড়বে বলে শঙ্কা তাদের।
চার বছরেরও কম সময়ে পাঁচবার নির্বাচন হয়েছে ইসরায়েলে। চরম এ রাজনৈতিক অস্থিরতার মধ্যেও দখলকৃত পশ্চিম তীর ও গাজায় নিয়মিত বিরতিতে হামলা অব্যাহত রাখে ইহুদি রাষ্ট্রটি।
ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন নীতি নিয়ে দেশ চালিয়েছে ইসরায়েলের সব সরকার। তবে বেনিয়ামিন নেতানিয়াহু ও বেন গেভির চরম ডানপন্থী এ দুই নেতা ক্ষমতায় আসায় দখলকৃত পশ্চিম তীরে হামলা জোরদারের শঙ্কা তৈরি হয়েছিলো। গেভিরকে জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে সে শঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে ইসরায়েলের নতুন সরকার।
প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের সদস্য বাসেম আল সালহি বলেন, অতীতের চেয়ে ইসরায়েল এখন আরও বেশি দখলদার, বর্ণবাদী ও ফ্যাসিস্ট রাষ্ট্র হয়ে উঠবে। আমরা বলতেই পারি, নেতানিয়াহুর এই সরকারের অধীনে ইসরায়েলের আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সব বৈশিষ্ট্যই রয়েছে।
এদিকে হামাসের মুখপাত্র হাসেম কাশেম বলেন, নেসেটের চরমপন্থী আইনপ্রণেতা বেন গেভিরকে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ঘোষণার মাধ্যমে ইসরায়েলের বর্তমান সরকার নিজেদের বর্ণবাদী ও ফ্যাসিস্ট রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করলো। নিশ্চিতভাবেই ফিলিস্তিনিদের ওপর তাদের আগ্রাসন বহুগুণ বাড়বে। বিশেষ করে কারাগারগুলোতে বন্দি ফিলিস্তিনিদের ওপর আরও বেশি নির্যাতন চালাবে তারা।
আল আকসা মসজিদ নিয়েও কঠোর অবস্থান বেন গেভিরের। ইহুদি ও মুসলিম দুই ধর্মের কাছে গুরুত্বপূর্ণ এই আল আকসা ঘিরে প্রায়ই ঘটে সংঘর্ষের ঘটনা। বিশ্লেষকদের শঙ্কা গেভিরের কারণে বিরোধপূর্ণ মসজিদটি ঘিরে উত্তেজনা আরও বাড়বে।
এটিএম/
Leave a reply