ফলাফলে এগিয়ে কারিগরি শিক্ষা বোর্ড, পিছিয়ে মাদরাসা বোর্ড

|

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এগিয়ে আছে দেশের কারিগরি শিক্ষা বোর্ড। আর পিছিয়ে মাদরাসা শিক্ষা বোর্ড।

ফলাফলে দেখা যায়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার ৮৮ দশমিক ১০ শতাংশ, মাদরাসা বোর্ডে পাশের হার ৮২ দশমিক ২২ শতাংশ এবং কারিগরি শিক্ষা র্বোডে পাশের হার ৮৯ দশমিক ৫৫ শতাংশ।

সোমবার (২৮ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর ১২টার দিকে ফল ঘোষণা করেন। ফল প্রত্যাশীরা এখন সংশ্লিষ্ট ওয়েবসাইট ও খুদেবার্তার মাধ্যমে ফল দেখতে পাচ্ছেন।

এবার মোট পাসের ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গতবার এ পাসের হার ছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ। পাশের হার কমেছে ৬ দশমিক ৬৪ শতাংশ।

গত ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। করোনা পরিস্থিতি ও বন্যার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ২০ লাখের বেশি পরীক্ষার্থী অংশ নেয়। মোট তিন হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply