বিশ্বের সবচেয়ে বড় আগ্নেয়গিরি মাউনালোয়ায় লাভা উদগীরণ শুরু

|

প্রায় চার দশক পর ফের লাভা উদগীরণ শুরু করলো বিশ্বের সবচেয়ে বড় সক্রিয় আগ্নেয়গিরি মাউনালোয়া। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

রোববার স্থানীয় সময় রাতে প্রথম বিস্ফোরণের আওয়াজ শোনা যায় সেখানে। দুই ঘণ্টায় অন্তত ১২ বার ভূমিকম্প অনুভূত হয় অঞ্চলটিতে। রিখটার স্কেলে এগুলোর মাত্রা ছিল ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ২ পর্যন্ত।

এখনই লোকালয়ে ছড়ানোর আশঙ্কা না থাকলেও লাভা উদগীরণের গতিতে যেকোনো সময় পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে হাওয়াই ভলক্যানো অবজারভেটরি- এইচভিও। জারি হয়েছে সতর্কতা। ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে সার্বিক পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দ্বীপ হাওয়াইয়ের অর্ধেকেরও বেশি অংশে ক্যালডেরা পর্বতে অবস্থান মাউনালোয়ার। প্রশান্ত মহাসাগর থেকে এর উচ্চতা ১৩ হাজার ৬৭৯ ফুট। সবশেষ ১৯৮৪ সালের মার্চ ও এপ্রিলে লাভা উদগীরণ হয়েছিল এই আগ্নেয়গিরিটিতে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply