ম্যাচ শেষে এই পেনাল্টি নিয়ে পোল্যান্ডের গোলরক্ষক জানান এক বার্তা। তিনি বলেন, আমরা পেনাল্টির আগে কথা বলেছিলাম। আমি মেসির সাথে ১০০ ইউরো বাজি ধরেছিলাম যে আর্জেন্টিনা এই পেনাল্টি পাবে না। অর্থাৎ, মেসির কাছে বাজিতে হেরেছি আমি।
খেলার একপর্যায়ে মেসি ফাউলের শিকার হলে আর্জেন্টিনার একটি পেনাল্টি পাওয়ার সম্ভাবনা দেখা দেয়। পোলিশ গোলকিপার নিশ্চিত ছিলেন যে আর্জেন্টিনা এই পেনাল্টি পাবে না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ‘ভিএআর’ এর মাধ্যমে পরীক্ষা করার পর আর্জেন্টিনা পেনাল্টি পায়।
পেনাল্টি পাবে না আর্জেন্টিনা, এ নিয়ে মাঠের মধ্যেই মেসির সাথে ১০০ ইউরো বাজি ধরেন পোলিশ গোলকিপার। ভার-এর সিদ্ধান্তের পর বাজি তিনি হেরেছেন বটে, কিন্তু পেনাল্টিতে মেসির শট প্রতিহত করে ইতিহাস গড়েছেন শেজনি।
তিনি আরও বলেন, আমি জানি না বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এগুলোর অনুমতি আছে কিনা, হয়তো এ বাজি ধরার জন্যে আমাকে নিষিদ্ধই করা হবে। কিন্তু তাতে এখন আমার কিছু যায় আসে না।
/এনএএস
Leave a reply