অবৈধ অস্ত্র সংগ্রহে ফ্রান্সে চলছে বিশেষ সপ্তাহ

|

জনগণের কাছে থাকা অবৈধ অস্ত্র সংগ্রহে বিশেষ সপ্তাহ চলছে ফ্রান্সে। দেশজুড়ে ৩০০টি পয়েন্টে কোনো মামলা ও জরিমানা ছাড়াই অনিবন্ধিত অস্ত্র জমা দিতে পারছেন নাগরিকরা। এরইমধ্যে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এ উদ্যোগ। প্রতিদিন জমা পড়ছে হাজার হাজার অস্ত্র। সরকারের ধারণা, প্রায় ৬০ লাখ অবৈধ অস্ত্র রয়েছে ফরাসীদের হাতে। খবর রয়টার্সের।

সাতদিনের এই ক্যাম্পেইনে ব্যাপক সাড়াও মিলেছে। জমা পড়া অস্ত্রের তালিকায় রয়েছে রাইফেল, হ্যান্ডগান, গোলাবারুদ- এমনকি ছুড়ি, গ্রেনেডও। কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত ৬৫ হাজার অস্ত্র-শস্ত্রের পাশাপাশি জমা পড়েছে অন্তত ১৬ লাখ বুলেট ও অন্যান্য সরঞ্জাম।

ফ্লোরেন গ্যাভেলো নামের এক পুলিশ কর্মকর্তা বলেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা ফরাসিদের সাহায্য করছি। অনেকের ঘরেই বছরের পর বছর ধরে অস্ত্র পড়ে রয়েছে। এসব জমা দেয়া নিয়ে তারা দ্বিধায় ভোগেন। এই ক্যাম্পেইনে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে।

সংশ্লিষ্টদের দাবি, দেশের নিরাপত্তার স্বার্থে তাদের এই উদ্যোগ। যদিও যুক্তরাষ্ট্রের মতো বিপুল অবৈধ আগ্নেয়াস্ত্র নেই ফ্রান্সে। ৩২ কোটি জনসংখ্যার যুক্তরাষ্ট্রে রয়েছে অন্তত ৩১ কোটি অস্ত্র। যার মধ্যে দুই তৃতীয়াংশই অবৈধ। অন্যদিকে ফ্রান্সে অবৈধ অস্ত্রের সংখ্যা ৬০ লাখের মতো।

অনিবন্ধিত এসব আগ্নেয়াস্ত্রের বেশিরভাগই উত্তরাধিকার সূত্রে পেয়েছেন ফরাসিরা। অনেকের কাছে অনেক পুরনো ও ঐতিহাসিক অস্ত্রও রয়েছে। আইনি জটিলতার ভয়ে এগুলো জমা দেননি তারা।

ক্যাম্পেইনে অস্ত্র নিবন্ধনের সুযোগও দেয়া হয়েছে। ক্যাম্পেইন শেষে অস্ত্রগুলোর মধ্যে যেগুলো ঐতিহাসিক সেগুলো জাদুঘরে সংরক্ষণ করা হবে বাকিগুলো ধ্বংস করবে সরকার।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply