রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন প্রায় ১০ থেকে ১৩ হাজারের মতো সৈন্য হারিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। খবর রয়টার্সের।
উপদেষ্টা মাইখাইলো বলেন, সাধারণ কর্মীদের পরিসংখ্যান এবং শীর্ষ কমান্ডের কাছ থেকে প্রাপ্ত সরকারি পরিসংখ্যান অনুযায়ী ১০ থেকে ১৩ হাজার সৈন্য যুদ্ধে মারা গেছেন। আমরা এ বিষয়ে খোলামেলা কথা বলতে চাই। মৃতের চেয়ে আহতের সংখ্যা দিগুণ বলেও এ সময় জানান তিনি।
এর আগে চলতি বছরের আগস্ট মাসে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ৯ হাজার সৈন্যের মৃত্যুর কথা জানিয়েছিলেন। এছাড়া গেলো মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়, ইউক্রেন যুদ্ধে প্রায় ১ লক্ষ রুশ সৈন্য নিহত হয়েছে।
এটিএম/
Leave a reply