‘চিঠি বোমা’ আতঙ্কে স্পেন

|

‘চিঠি বোমা’ আতঙ্কে স্পেন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দেশটির গুরুত্বপূর্ণ পাঁচটি দফতর ও স্থাপনায় পাঠানো হয় বিস্ফোরক বসানো চিঠির খাম। যার অন্যতম, মার্কিন ও ইউক্রেনীয় দূতাবাস। খবর রয়টার্সের।

মাদ্রিদে চিঠি খোলার সময় আহত হয়েছেন ইউক্রেনীয় দূতাবাসের এক কর্মকর্তাও। তবে পূর্ব-সতর্কতা থাকায় সন্দেহজনক খামটি চিহ্নিত করতে পেরেছে মার্কিন দূতাবাস। পরে বিশেষ বাহিনীর সহযোগিতায় সেটি নিষ্ক্রিয় করা হয়।

স্পেন জানিয়েছে, গেলো ২৪ নভেম্বর প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের উদ্দেশে পাঠানো হয় একটি চিঠি বোমা। অবশ্য সফলভাবে নস্যাৎ করা হয় নাশকতা চেষ্টা। দেশটির প্রতিরক্ষামন্ত্রীও ছিলেন অন্যতম টার্গেট। তাছাড়া জারাগোজা’র একটি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এবং টোরেজন বিমান ঘাঁটিতেও পাঠানো হয় চিঠি। এখনো কেউ দায় স্বীকার করেনি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইউক্রেনকে সমর্থন জানানোয় স্পেনের ওপর এই ক্ষোভ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply