গ্রুপ পর্ব শেষে বিশ্বকাপের সেরা একাদশে নেই কোন সুপারস্টার; আধিপত্য এশিয়ার

|

ছবি: সংগৃহীত

গ্রুপ পর্বের ৪৮ ম্যাচ শেষ। বাদ পড়ে গেছে ১৬টি দল। শিরোপার লড়াইয়ে টিকে আছে সেরা ১৬। এখন লড়াই হবে বাঁচা-মরার। হারলেই নিতে হবে বিদায়, জয় আরও কাছে নিয়ে যাবে শিরোপার। আসরের সেরা কারা হবেন তা নির্ধারিত হতে সময় বাকি অনেক। তবে গ্রুপ পর্ব শেষে সেরা একাদশে নেই এমবাপ্পে, মেসি, নেইমার, রোনালদোদের মত কোন তারকা খেলোয়াড়।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র করা রেটিং এ দেখা যায় বড় দলগুলোকে বাদ করে দেয়া দেশগুলো থেকেই একাদশে সুযোগ পেয়েছে ফুটবলাররা। যেখানে জাপানের সর্বোচ্চ ৪ জন, আর অস্ট্রেলিয়ার রয়েছেন ৩ জন ফুটবলার।

ছবি: বিবিসি

গ্রুপ পর্ব শেষে ৭.৫৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক ম্যাট রেয়ান। রক্ষনভাগের সেরা চার জনের মধ্যে সর্বোচ্চ রেটিং পয়েন্ট জাপানের তাকেহিরো তোমিয়াসু’র। ৮.৭১ রেটিং পয়েন্ট পাওয়া এই ডিফেন্ডার এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা ফুটবলার। রক্ষনভাগের বাকিদের মধ্যে রয়েছেন বাদ পরা ইকুয়েডরের পেরভেস এস্তুপিনান(৮.১৭), ঘানার তারিক লাম্পতে(৭.৮৯) আর অস্ট্রেলিয়ার হ্যারি সৌটার(৭.৮৫)।

মাঝ মাঠে রয়েছে এশিয়ান ফুটবলারদের দাপট। অস্ট্রেলিয়ার অ্যারন ময়ের(৮.১৮) সাথে রয়েছেন জাপানের আও তানাকা(৮.২৫) আর ইকুয়েডরের ময়িসেস সেইসেদো(৮.১১)।

আক্রমনভাগে জার্মানি-স্পেনের বিপক্ষে ভালো খেলার পুরষ্কার পেয়েছেন জাপানের দুই ফরোয়ার্ড দাইজেন মায়েদা(৮.৫৭) আর কাওরু মিতোমা(৮.৪৮)। সাথে আছেন সেনেগালের ইলিমান এনদিয়ায়ে(৮.২২)।

গ্রুপ পর্ব শেষে শনিবার থেকেই মাঠে গড়াচ্ছে নকআউট পর্ব। শিরোপা প্রত্যাশী বড় দলগুলোর সামনে এভাবে মাঝারি মানের দলগুলো জ্বলে উঠতে পারলে কাতার বিশ্বকাপ আরও অঘটনের জন্ম দিতে পারে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply