দুর্ভিক্ষের ঝুঁকিতে থাকা দেশ হিসেবে ইথিওপিয়ায় গম পাঠালো ইউক্রেন

|

ইউক্রেন থেকে গম বহনকারী একটি জাহাজ পৌঁছেছে ইথিওপিয়ায়। শনিবার (৩ ডিসেম্বর) দেশটির দোরালেহবন্দরে নোঙর করে নৌযানটি।

ভিডিওবার্তায় এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। গত ২৪ নভেম্বর কিয়েভ ও তার মিত্ররা দুর্ভিক্ষের সর্বোচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলোয় ১৫ কোটি ডলারের গম পাঠানোর উদ্যোগ নেয়।

এই তালিকায় আছে ইথিওপিয়া, সুদান, দক্ষিণ সুদান, সোমালিয়া, কঙ্গো, কেনিয়া ও ইয়েমেন। প্রথম দেশ হিসেবে ২৫ হাজার টন গম পেলো ইথিওপিয়া। বাকি দেশগুলোতেও আগামী বছর শুরুর নাগাদই ৬০টি জাহাজে খাদ্যশস্য পাঠানোর পরিকল্পনার কথাও জানান জেলেনস্কি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply