ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১

|

ইরানের কুর্দিস্তানে বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১ জন। এ ঘটনায় আরও অন্তত ৯ জন আহত হয়েছেন।

বুধবার গভীর রাতে একটি রাসায়নিকবাহী ট্যাংকার ও বাসের মুখোমুখি সংঘর্ষের পর আগুন লেগে যায় দুটি যানবহনেই। দেশটির জরুরি বিভাগের একজন মুখপাত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন। নিশ্চিত করেছেন হতাহতের সংখ্যাও।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়, পশ্চিমাঞ্চলীয় সানানদাজ শহরের প্যাসেঞ্জার টার্মিনাল থেকে বাসটি ছেড়ে যাবার কিছুক্ষণ পরই ট্যাংককারটির সাথে সংঘর্ষ হয়।।

পুলিশ জানায়, হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসকে আঘাত করে ট্যাংকারটি। এতে, ঘটনাস্থলেই অনেকে মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

যমুনা অনলাইন: কেআর/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply