সরকার জনবিচ্ছিন্ন না জনসমর্থনপুষ্ট তা বিগত সিটি নির্বাচনেই প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে রাজধানীর একটি হোটেলে অ্যাডভান্সিং উইমেনস লিডারশিপ ইন পলিটিকস শিরোনামের সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, আগামী নির্বাচনে দেশের অর্ধেক ভোটার নারী ও তরুণ প্রজন্মই হবে আওয়ামী লীগের জয়ের প্রধান হাতিয়ার।
খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন হবে না, বিএনপির এমন কথার প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন. এটা আদালত ও নির্বাচন কমিশনের বিষয়। বিএনপিকে আইনি লড়াই সম্পন্ন করেই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুসহ দেশের বিভিন্ন প্রান্তের নারী নেতারা উপস্থিত ছিলেন।
Leave a reply