শীতার্ত ও অসহায় মানুষের পাশে আয়াত ফাউন্ডেশন

|

শীতের কবলে বিপর্যস্ত হতদরিদ্র মানুষের কথা বিবেচনা করে রাজধানীর ছিন্নমূল মানুষের মাঝে ৫০০ কম্বল বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে আয়াত ফাউন্ডেশন।

শুক্রবার (২ ডিসেম্বর) ‘কম্বল বিতরণ-২০২২’ কার্যক্রমের উদ্বোধন করেন ওয়ারী জোনের ডিসি জিয়া তালুকদার এবং আয়াত ফাউন্ডেশনের উপদেষ্টা ও আলিফ’স ডেলিকেট ডিসেসের কর্ণধার নারী উদ্যোক্তা আলিফ রিফাত।

আয়াত ফাউন্ডেশন এক ঝাঁক তরুণ-তরুণীদের একটি মানবিক সংগঠন। ২০১৮ সালে সৈয়দ আশেকুর রহমান রূৎবা ও সাজিদ ভূঁইয়া তাদের বন্ধুদের নিয়ে আয়াত ফাউন্ডেশন গঠন করেন।

সংগঠনটি ছিন্নমূল পথশিশু, এতিম ও দুস্থদের মাঝে খাদ্য, শিক্ষাসামগ্রী, ওষুধ, পোশাক বিতরণ করে থাকে। প্রাথমিক পর্যায়ে এই প্রতিষ্ঠানের সদস্যরা তাদের পরিবার থেকে প্রাপ্ত হাতখরচ বা টিফিনের টাকা দিয়ে এই কার্যক্রম শুরু করে।

করোনার সময় আয়াত ফাউন্ডেশন অসহায় মানুষের মাঝে খাবার ও ওষুধ বিতরণসহ বিভিন্ন হাসপাতালে করোনা রোগীদের খাবার পৌঁছে দেয়ার মতো ঝুঁকিপূর্ণ সেবামূলক কাজ করেছে। রমজান মাসে তারা নিয়মিত এতিমখানা, দিনমজুর এবং স্বল্প আয়ের মানুষদের জন্য ইফতার ও সেহরির ব্যবস্থাও করেছে।

এএআর/ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply