পঞ্চগড় সীমান্তে প্রায় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

|

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকা থেকে ৯৩ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ব্যাটালিয়নের ৫৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ নূরুদ্দীন খান।

এর আগে সোমবার (৫ ডিসেম্বর) মধ্যরাতে জেলার বোদা উপজেলার মালকাডাঙ্গা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৭৭৪/২-এস এর ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেতবাড়ী সরদারপাড়া নামক এলাকা থেকে মূর্তিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। মূর্তিটির সিজার মূল্য ধরা হয়েছে ৯৩ লক্ষ ১০ হাজার টাকা। তবে এ ঘটনায় এখনও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply