‘আগামী দুই মাসের মধ্যে ঘোষণা হবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল’

|

জাতীয় সংসদ নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বলেছেন, অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিও এই নির্বাচনে অংশ নেবে। তিনি আরও জানান, আগামী দুই মাসের মধ্যে ঘোষণা হতে পারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল।

সকালে সিটি নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সাথে বৈঠকে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। তবে জাতীয় নির্বাচনের আগে তিন সিটি করপোরেশন নির্বাচন ইসির কাছে গুরুত্বপূর্ণ বলে জানান সিইসি। তিনি সিটির নির্বাচন সুষ্ঠু করতে কর্মকর্তাদের দিক-নির্দেশনা দেন সিইসি।

এসময় পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বিজিবির অতিরিক্ত মহাপরিচালকসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।

এছাড়া তিন সিটির নির্বাচন অফিসার ও বিভাগীয় কমিশনাররা বৈঠকে উপস্থিত ছিলেন। এসময় তিন সিটির সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply