অভিষেক টেস্টের প্রথম সেশনেই রেকর্ড গড়েছেন পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদ। মুলতান টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সেশনে ৫ উইকেট শিকার করে ইতিহাস গড়েন তিনি। শেষ পর্যন্ত ইংলিশ ব্যাটিং লাইনে ধস নামিয়ে ৭ উইকেট পান এই তরুণ স্পিনার।
নিজের প্রথম ওভারেই জ্যাক ক্রলি’কে বোল্ড করে শুরু করেন আবরার। এরপর তার স্পিনে একে একে পরাস্ত হয়েছেন বেন ডাকেট, জো রুট, অলি পোপ, হ্যারি ব্রুক, বেন স্টোকস ও উইল জ্যাকের মতো ব্যাটাররা। অভিষেক ম্যাচে প্রতিপক্ষের প্রথম ৭ উইকেট শিকার করা বোলারদের মধ্যে আবরার এখন দ্বিতীয়।
১৯৭৬ সালে ভারতের বিপক্ষে এমন কাণ্ড ঘটানো জন লেভার ছাড়ারও এই তালিকায় আছেন লেস্টার কিং, ভ্যালেন্টাই, ফেন ক্রেসওয়েল, জর্জ ফিনালি ও বিল লকউড। তবে আবরারের সমসাময়িকদের মধ্যে কেউই নেই এই তালিকায়।
/আরআইএম
Leave a reply