আজ রাতে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল মহারণ। গেল আসরের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্ব চাম্পিয়ন ব্রাজিল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষের একাদশ নিয়েই দল সাজিয়েছেন সেলেসাও মাষ্টার মাইন্ড তিতে। অন্যদিকে, একটি পরিবর্তন নিয়ে সেলেসাওদের বিপক্ষে একাদশ সাজিয়েছে ক্রোয়েটরা।
কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নামছে দুই দল। এই ম্যাচে ফেরারিট হিসেবে মাঠে নামছে ব্রাজিল। অ্যালেক্স স্যান্দ্রো ছাড়া দলটির সবাই ফিট, নেইমারকে কেন্দ্র করে গড়ে উঠেছে ব্রাজিল একাদশ।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিল এখনও অপরাজিত। শেষ ৪ ম্যাচে ব্রাজিলের জয় ৩টি, একটি ম্যাচ ড্র হয়েছে।
ক্রোয়েশিয়াও আছে ভালো ছন্দে। লুকা মড্রিচ, কোভাসিচ, ব্রোজভিচ আর পেরেসিচকে নিয়ে গড়া মিডফিল্ড দলির মূল শক্তি। সবশেষ ২০ ম্যাচে মাত্র একবার হেরেছে ক্রোয়েশিয়া।
ব্রাজিল একাদশ:
অ্যালিসন বেকার ( গোলরক্ষক), এডার মিলিতাও, মারকুইনহাস, থিয়াগো সিলভা, দানিলো, ক্যাসেমিরো, পাকুয়েতা, ভিনিসিয়াস, রাফিনহা, নেইমার, রিচার্লিসন।
ক্রোয়েশিয়া একাদশ:
ডমিনিক লিভাকোভিচ (গোলরক্ষক), সোসো, জস্কো জিভারদিওল, দেজান লভরেন, জসিপ জুরানোভিচ, মার্সেলো ব্রোজোভিচ, মাতেও কোভাচিচ, লুকা মদ্রিচ, আন্দ্রে ক্রামারিচ, পাসালিচ, ইভান পেরিসিচ।
/আরআইএম
Leave a reply