ঘূর্ণিঝড় মানদৌস: চার বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত বহাল

|

আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত ঘূর্ণিঝড় মানদৌসের অবস্থান।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মানদৌস’ এর কারণে সমুদ্রবন্দরগুলোতে শুক্রবারও (৮ ডিসেম্বর) ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বহাল রয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোতে এ সতর্কতা জারি করে আবহাওয়া অধিদফতর।

এর আওতায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সমুদ্রে আপাতত কোনো জেলেকে না যাওয়ার জন্য বলা হয়েছে। সেই সাথে মাঝ সমুদ্রে থাকা মাছ ধরার নৌকা বা ট্রলারকে নিকটবর্তী বন্দরে ফিরে আসার জন্য বলা হয়েছে। তবে বাংলাদেশে মানদৌসের খুব বেশি প্রভাব পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায়। আছে ভূমিধসের শঙ্কাও। তামিলনাড়ুর চেঙ্গলপাট্টু, কাঞ্চিপুরম এবং ভিল্লুপুরম জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এই রাজ্যে শুক্রবার প্রায় ১৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply