ইউক্রেন সংকট সমাধানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে যোগাযোগ রাখতে চান জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ। খবর রয়টার্সের।
শনিবার (১০ ডিসেম্বর) স্থানীয় প্রতিনিধিদের সাথে এক বৈঠকে তিনি জানান, এরই মধ্যে কয়েক দফা পুতিনের সাথে ফোনালাপ হয়েছে তার।
ওলাফ শোলজ বলেন, পুতিনের সাথে আলোচনা চালিয়ে যেতে চাই। কারণ, সংকটময় পরিস্থিতি থেকে কীভাবে বের হওয়া যায়, সে উপায় খুঁজতে হবে। আর আলোচনা ছাড়া সেটি সম্ভব নয়। তার সাথে বেশ কয়েকবারই দীর্ঘ সময় কথা হয়েছে। বরাবরই বিনয়ের সাথে জবাব দিয়েছেন বলে জানান তিনি।
এটিএম/
Leave a reply