হঠাৎ করেই জেগে উঠছে একের পর এক আগ্নেয়গিরি। মাউনা লোয়া, সুমেরু পর্বতের পর এবার গর্জে উঠেছে চিলির আন্দেজের লাসকার আগ্নেয়গিরি। শনিবার (১০ ডিসেম্বর) বিশাল শব্দে বিস্ফোরিত হয় লাসকার আগ্নেয়গিরি। আকাশে ২০ হাজার ফুট পর্যন্ত উঠে যায় ধোঁয়া ও উত্তপ্ত ছাই। তবে এখন পর্যন্ত কোনো কোনা ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এনডিটিভির।
এরই মধ্যে লাভা উদগীরণের আশঙ্কায় হলুদ সতর্কতা সংকেত জারি করেছে স্থানীয় প্রশাসন। আগ্নেয়গিরির কেন্দ্র থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত ‘নো এনট্রি জোন’ ঘোষণা করা হয়েছে। আকাশের অনেক উঁচু পর্যন্ত উত্তপ্ত গ্যাস ও ছাই ছড়িয়ে পড়ায় বিমান চলাচলের ক্ষেত্রেও সতর্কতা জারি করা হয়েছে।
সান পেড্রো দে আতাকামা থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত আগ্নেয়গিরি লাসকারের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৫৯২ মিটার। পর্যটন কেন্দ্র হিসেবে এই আগ্নেয়গিরি বেশ জনপ্রিয়। ট্র্যাকিংয়ের জন্য প্রতিদিনই এই অঞ্চলে ছুটে আসে বহু মানুষ।
সবশেষ ১৯৯৩ সালে লাসকার আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত হয়। পরে ২০০৬ ও ২০১৫ সালেও এই আগ্নেয়গিরি আংশিক সক্রিয় হয়ে উঠে। অবশ্য তখন বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এসজেড/
Leave a reply