সংসদের কার্যক্রমে বিএনপির এমপিদের পদত্যাগ কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (১১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন। বলেন, পদত্যাগের মাধ্যমে বিএনপি নেতারা গণতান্ত্রিক পথ রুদ্ধ করতে চায়। কিন্তু নিয়ম অনুযায়ী শূন্য আসনে উপনির্বাচন হবে।
বিএনপি নিজেদের কথায় স্থির থাকে না উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, তারা এখন যে দাবি জানাচ্ছে তা আবার ভুলে যাবে। ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলনের দিনে গণমিছিলের ঘোষণাকে দুরভিসন্ধিমূলক আখ্যা দেন তথ্যমন্ত্রী।
এ সময় তিনি আরও জানান, কূটনীতিকদের জেনেভা কনভেনশন মেনে চলতে হবে। সরকারের ওপর কোনো চাপ নেই। কোনো বিদেশি শক্তি সরকারকে ক্ষমতায় বসায়নি। তাই কেউ চাইলেই সরকারকে সরাতে পারবে না।
/এমএন
Leave a reply