জ্বালানি খাতে দুর্নীতির অভিযোগ থাকলে বিএনপিকে দুদকে যাওয়ার পরামর্শ তৌফিক-ই-ইলাহীর

|

বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি নিয়ে বিএনপির বক্তব্য রাজনৈতিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। দলটির কোনো অভিযোগ থাকলে দুর্নীতি দমন কমিশনে (দুদক) যাওয়ার পরামর্শ দেন তিনি।

রোববার (১১ ডিসেম্বর) সকালে এমআইএসটি আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক বিদ্যুৎ ও জ্বালানি সম্মেলন শেষে এসব কথা বলেন তিনি। ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, বিএনপির তেমন কোনো অভিযোগ নেই বলেই কথার কথা বলছে। বর্তমান সরকারের বিদ্যুতে সফলতায় ইর্ষান্বিত হয়েই এমন অভিযোগ করা হচ্ছে বলে জানান তিনি।

চতুর্থ বিদ্যুৎ ও জ্বালানি সম্মেলনে তৌফিক-ই-ইলাহী চৌধুরী জানান, এই খাতের টেকসই উন্নয়নের জন্য প্রযুক্তিগত উন্নয়ন দরকার। কেবল সৌরশক্তির ব্যবহারে দেশের বিদ্যুৎ নিরাপত্তা অর্জন সম্ভব নয়। সোলার গ্রীডের জন্য পর্যাপ্ত পতিত জমি দেশে নেই।

যদিও দেশের জ্বালানি বিশেষজ্ঞদের মত, সৌরশক্তির ব্যবহার বাড়াতে জমির চেয়ে সদিচ্ছা বেশি প্রয়োজন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply