ঘুষ গ্রহণ এবং দুর্নীতির দায়ে ৪ কর্মকর্তাকে বরখাস্ত করেছে ইউরোপিয়ান পার্লামেন্ট। বরখাস্তকৃত কর্মকর্তাদের তালিকায় রয়েছেন গ্রিক এমপি এবং পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট ইভা কাইলিও। গ্রিসের রাজনৈতিক দল পাসোক থেকেও তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। খবর নিউইয়র্ক টাইমসের।
বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটরের কার্যালয় থেকে রোববার (১১ ডিসেম্বর) এ ঘোষণা আসে। আইনজীবীদের অভিযোগ, ইউরোপিয়ান পার্লামেন্টের ওপর প্রভাব বিস্তারে শীর্ষ কর্মকর্তাদের অর্থ এবং দামি উপহার দিচ্ছিলো উপসাগরীয় একটি ধনী রাষ্ট্র। স্থানীয় গণমাধ্যমের দাবি, অভিযুক্ত দেশটি হলো কাতার। কিন্তু সেদেশের সরকার স্পষ্টভাবে অস্বীকার করেছে সব অভিযোগ।
এর আগে শুক্রবার (৯ ডিসেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে ব্রাসেলসে চালানো হয় চিরুনি অভিযান। ১৬টি জায়গা থেকে উদ্ধার করা হয় ৬০ লাখ ইউরো নগদ অর্থ। সন্দেহভাজন ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। জব্দ করা হয় তাদের ব্যবহৃত কম্পিউটার আর মোবাইল ফোন। প্রত্যাশা করা হচ্ছে, সেগুলো থেকে উদ্ধার করা যাবে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ। অবশ্য জিজ্ঞাসাবাদের পর দু’জনকে ছেড়ে দিয়েছে পুলিশ।
এসজেড/
Leave a reply