রোহিত-শামি-জাদেজাকে ছাড়াই প্রথম টেস্ট খেলতে নামছে ভারত

|

ছবি : সংগৃহীত

অধিনায়কসহ গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়কে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে মাঠে নামছে ভারত। ওয়ানডে সিরিজে বুড়ো আঙুলে চোট পেয়ে ছিটকে যান অধিনায়ক রোহিত শর্মা। কাঁধ ও গোড়ালিতে চোট পেয়ে যথাক্রমে দলের বাইরে রয়েছেন পেসার মোহাম্মদ শামি ও স্পিনার রবিন্দ্র জাদেজা।

রোববার (১১ ডিসেম্বর) টেস্ট সিরিজের জন্য নতুন দল ঘোষণা করেছে ভারত। প্রথম টেস্টে ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন কেএল রাহুল। ব্যাটার হিসেবে রোহিতের জায়গায় ডাক পেয়েছেন বাংলার ছেলে অভিমন্যু ঈশ্বরন। এছাড়া শামি ও জাদেজার স্থলে খেলবেন নবদীপ সাইনি ও সৌরভ কুমার। ঘোষিত দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার জয়দেব উনাদকাতও।

আগামী ১৪ ডিসেম্বর চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ। আগামী ২২ ডিসেম্বর ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল।

ভারতের টেস্ট দল: কেএল রাহুল (অধিনায়ক), চেতেশ্বর পূজারা (সহ-অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশভ পান্ত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ়, উমেশ যাদব, অভিমুন্য ঈশ্বরন, নবদীপ সাইনি, সৌরভ কুমার, জয়দেব উনাদকট।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply