শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

|

ফাইল ছবি

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসে এ দিনটি একটি কালো অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে হানাদার পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আল-বদর, আল-শামস পরিকল্পিতভাবে দেশের বুদ্ধিজীবীদের ওপর এক নারকীয় হত্যাযজ্ঞ চালায়।

১৯৭১ এর ডিসেম্বরে চতুর্দিক থেকে কোণঠাসা হয়ে পড়া পাক হানাদার বাহিনী তাদের আসন্ন পরাজয় অনুধাবন করে প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে। এ দেশীয় দালালদের সহযোগিতায় পাকিস্তানি সেনারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন স্থান থেকে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, সংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন পেশার প্রথিতযশা ব্যক্তিদের অপহরণ করে নিদারুণ যন্ত্রণা দিয়ে রায়েরবাজার ও মিরপুর বধ্যভূমিসহ বিভিন্ন স্থানে নিয়ে তাদের হত্যা করে।

বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন নরপিশাচ পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং সেই সাথে বাংলাদেশের অভ্যুদয় ঘটে একটি স্বাধীন দেশ হিসেবে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply