ব্রাহ্মণবাড়িয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম

|

ব্রাহ্মণবাড়িয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মিতুল নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় মিতুলকে একা পেয়ে কুপিয়ে পালিয়ে যায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় দশজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া মদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা বলেন, সংবাদ পেয়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয়। তখন আশপাশ থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply