পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজের কংক্রিট ঢালাইয়ের উদ্বোধন আজ। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ ছাড়া অর্ধশত উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। দুপুর ১২টায় প্রকল্পগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনের পর বিকাল ৩টায় তিনি পাবনা পুলিশ লাইন মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পাবনায় তার আগমন কেন্দ্র করে পদ্মার তীরঘেঁষা পাকশীকে নতুন সাজে সাজানো হয়েছে। রূপপুর মোড়, হার্ডিঞ্জব্রিজ এলাকা, রেলওয়ে অফিস এলাকা, রেলওয়ে মাঠসহ সর্বত্র মানুষের মনে খুশির আমেজ।
এছাড়া প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।
গত বছরের ৩০ নভেম্বর পাবনা সফর করেছিলেন শেখ হাসিনা। উদ্বোধন করেছিলেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম চুল্লির প্রথম কংক্রিট ঢালাইয়ের কাজ।
প্রকল্প সূত্রে জানা যায়, প্রথম ইউনিটের কংক্রিটের কাজ চলমান রয়েছে। নির্ধারিত সময়ে শেষ করতে কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। একই সঙ্গে দ্বিতীয় ইউনিটের কাজ শুরু করার জন্যও সব প্রাক-প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী ফার্স্ট কংক্রিট পোরিং ডেট বা এফসিডি উদ্বোধনের দিন থেকে ৬৩ মাসের মধ্যে এ প্রকল্পে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হবে। বর্তমানে পৃথিবীর ৩১টি দেশে ৪৩৭টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে।
Leave a reply