ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম চৌধুরীর মা নাদেরা বেগম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।
শনিবার (১৭ ডিসেম্বর) জানাজা শেষে মরহুমাকে গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ফুলতলি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রেজাউল করিম চৌধুরী ২০২১ সালের ২৭ জুন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) হিসেবে যোগদান করেন।
/এনএএস
Leave a reply