সরকার হটাতে বিএনপির সাথে যুক্ত হয়েছে কিছু বাম দল: প্রধানমন্ত্রী

|

বিএনপির সাথে যুক্ত হয়ে কিছু বাম দল আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হঠাতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, স্বাধীনতা বিরোধী ও খুনিরা কখনও ক্ষমতায় আসতে পারবে না।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিজয় দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, বারবার বাধাগ্রস্ত করে আওয়ামী লীগকে ক্ষমতা আসতে দেয়া হয়নি। যারা ’৭৫ এর পর ক্ষমতায় এসেছিল, তারা চায়নি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাংলাদেশ সামনে এগিয়ে যাক। দেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই ছিল তাদের লক্ষ্য।

ক্ষমতাশীনদের পরাজিত করে মানুষের শক্তি নিয়েই আওয়ামী লীগ ক্ষমতায় আসে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছিল। ২১ বছর মানুষের ভাগ্যে জুটেছিল শোষণ, বঞ্চনা ও নির্যাতন।

সরকার প্রধান আরও বলেন, এ সময় বৈশ্বিক সংকট বিবেচনা করে সবাইকে আগাম সাবধানতা অবলম্বনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, নিজেদের সাশ্রয়ী ও সঞ্চয় করে আত্মনির্ভরশীল হতে হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply