কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ, ইয়াবা, বিয়ার এবং বিদেশি মদ উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়। সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টার দিকে বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক শাহপরী দ্বীপ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঝোপের ভেতর লুকিয়ে রাখা একটি ব্যাগ তল্লাশি করে ৯২৫ গ্রাম ক্রিস্টাল মেথ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।
একইদিন রাত সাড়ে ১২টার দিকে টেকনাফের পুরাতন পল্লনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে কোস্টগার্ডের সদস্যরা। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির নাম তাকের আলম (২৩)। তিনি টেকনাফের দমদমিয়া এলাকার সৈয়দুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
পরে নাইট্যংপাড়ার নাফ নদী সংলগ্ন প্যারাবন এলাকায় একটি নৌকা তল্লাশি করে ২১৩ ক্যান বিয়ার ও ৫০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, জব্দকৃত ক্রিস্টাল মেথ, ইয়াবা, বিয়ার, বিদেশী মদ, ডিঙি নৌকা এবং আটককৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এএআর/
Leave a reply