টুইটারের সিইও পদ থেকে সরে যাওয়া উচিত কিনা সে বিষয়ে এবার জনমত যাচাই করছেন ইলন মাস্ক। রোববার (১৮ ডিসেম্বর) নিজের অ্যাকাউন্টে এক ভোটাভুটি আয়োজন করেন তিনি। ভোটের ফলাফল মেনে নেবেন বলেও জানান টুইটবার্তায়। খবর রয়টার্সের।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ১২২ মিলিয়ন ফলোয়ার আছে ইলন মাস্কের। এ পর্যন্ত তার পোলে রায় জানিয়েছেন ১৭ মিলিয়নের বেশি ব্যবহারকারী। যার মধ্যে প্রায় ৫৭ শতাংশ রায় জানিয়েছেন মাস্কের পদত্যাগের পক্ষে।
নানা নাটকীয়তার পর গত অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটারের মালিকানা কেনেন ধনকুবের ইলন মাস্ক। সিইওর দায়িত্ব নিয়েই একের পর বিতর্কিত সিদ্ধান্তের জেরে সমালোচনার মুখোমুখি হন তিন। শত শত কর্মী ছাঁটাই, ভেরিফায়েড অ্যাকাউন্টের জন্য অর্থ দেয়ার বিধি এবং সবশেষ, মাস্ক ও তার প্রতিষ্ঠানের সমালোচনাকারী নাম করা কয়েকজন সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে জন্ম দেন বিতর্ক।
ব্যবসাপ্রতিষ্ঠান ছাড়াও সম্প্রতি বিভিন্ন দিক থেকে চাপ আসতে শুরু করে ইলন মাস্কের ওপর। তাই অবশেষে এ ভোটাভুটির আয়োজন করলেন তিনি। অবশ্য জনমতের রায় শেষ পর্যন্ত ইলন মেনে নেবেন কিনা তা এখনও স্পষ্ট করেননি।
এসজেড/
Leave a reply