দক্ষিণ আমেরিকান ফুটবলের কাছ থেকে এমবাপ্পেকে ফুটবল শিখতে বলেছেন মেসির সাবেক সতীর্থ আরতুরো ভিদাল। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, লাতিনদের কাছ থেকে ফুটবলটা শেখো, যারা ফুটবলটা আবিষ্কার করেছে।
ইউরোপের সাথে দক্ষিণ আমেরিকার ফুটবলের তুলনাটা নতুন কিছু নয়। কেউ বলেন, দক্ষিণ আমেরিকান ফুটবল অনিন্দ্যসুন্দর। তবে অনেকেই আবার বলেন, লাতিন ফুটবল জৌলুশ হারিয়েছে। এই দলে আছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।
এমবাপ্পে বলেছিলেন, ইউরোপিয়ান দলগুলো উঁচুমানের টুর্নামেন্ট খেলে। যেমন, নেশন্স লিগের মতো বড় টুর্নামেন্টের কথা বলা যেতেই পারে। সেই টুর্নামেন্ট দক্ষিণ আমেরিকার কোনো দল খেলে না। আমাদের থেকে অনেক পিছিয়ে লাতিন আমেরিকার দলগুলো।
ফাইনাল ম্যাচের আগে এই বিষয়ে আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজ বলেছিলেন, এমবাপ্পে ফুটবল যথেষ্ট বোঝে না। সে তো কখনো দক্ষিণ আমেরিকায় খেলেনি। যেহেতু আপনার সেই অভিজ্ঞতা নেই, তাই এটা নিয়ে কথা না বলাই ভালো। তবে এসব কোনো ব্যাপার না। আমরা গ্রেট একটা দল, সেটা স্বীকৃত।
/এনএএস
Leave a reply