রাজার বেশে ফিরতে চান এমবাপ্পে

|

ছবি: সংগৃহীত

দলকে জেতাতে না পারলেও ১৯৬৬ সালের পর বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করে নিজেকে মহাতারকার কাতারে নিয়ে যান কিলিয়ান এমবাপ্পে। একই সাথে ৮ গোল করে নিশ্চিত করে এবারের আসরের গোল্ডেন বুটটি জেতার গৌরব অর্জন করেন এমবাপ্পে। ইতোমধ্যেই সেরাদের তকমা পেয়ে গেছেন ফরাসিদের জার্সিতে বিশ্বকাপে সর্বাধিক গোলদাতা এমবাপ্পে। বিশ্বকাপের ফাইনাল ট্র্যাজেডির পর এই প্রথম নিজের অনুভূতি প্রকাশ করলেন কিলিয়ান এমবাপ্পে। নিজের ২৪তম জন্মদিনে এক টুইটে লিখেছেন ‘আবার ফিরে আসবো’।

কাতার বিশ্বকাপে ফাইনালে হ্যাট্রিক আর গোল্ডেন বুট’সহ অনেক রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন এই ফরাসি স্ট্রাইকার। তবুও এবারের জন্মদিনটা হয়তো ভুলে যেতে চাইবেন এমবাপ্পে। শুধু ঐ সোনালী ট্রফিটা ছাড়া কাতার বিশ্বকাপে সবই পেয়েছেন ফরাসি ফুটবলের এই ভবিষ্যৎ। শেষ দৃশ্যে হাসতে না পারলেও মেসিময় এক বিশ্বকাপে ফ্রান্সের প্রাণভোমরা বার্তা দিয়ে রাখলেন, আগামী দিনের রাজা হতে চান তিনিই।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply