মার্টিনেজকে পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ফুটবলার বললেন সাবেক ফরাসি ডিফেন্ডার

|

সাবেক ফরাসি ডিফেন্ডার আদিল রামি ও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

ফাইনালে টাইব্রেকারে জয় পেয়েছেন। গোটা আসরে দুই দফায় টাইব্রেকার থেকে দলকে জয় এনে দিয়েছেন। তার বীরত্বে আজ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু এরপরও তার উদযাপনের ভঙ্গি নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এবার তো এমিলিয়ানো মার্টিনেজকে ফুটবলের সবচেয়ে ঘৃণিত এবং জঘন্যতম ফুটবলার বলে উল্লেখ করেছেন সাবেক ফরাসি ফুটবলার আদিল রামি।

শুরুটা হয় স্বপ্নের শিরোপা জয়ের রাত থেকেই। সেদিন ড্রেসিং রুমে এমবাপ্পেকে নিয়ে এক মিনিট নিরবতা পালন করেন তার মৃত্যুর কারণ দেখিয়ে। এখানে শেষ নয়, দেশে ফিরে এমবাপ্পের পুতুল নিয়ে ছাদ খোলা বাসে মজা করেছেন। তার এইসব কর্মকাণ্ড ভালোভাবে নিতে পারেননি সাবেক ফ্রেঞ্চ ফুটবলার আদিল রামি।

মার্টিনিজের এমন ব্যবহারের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে এক হাত নিয়েছেন রামি। বলেছেন, ফুটবলের সবচেয়ে বড় (প্রকাশের অযোগ্য), পৃথিবীর সবচেয়ে ঘৃণিত মানুষ এখন ও। যা ইউরোপের বিভিন্ন গণমাধ্যমে ঝড় তুলেছে অনেক।

যদিও এ নিয়ে ন্যূনতম মাথা ব্যথা নেই মার্টিনেজের। বলেছেন, তার সাথে ঔদ্ধত্য দেখিয়ে খুব একটা লাভ হবে না। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে এখন কোনো কিছুই তোয়াক্কা করছেন না এই গোলরক্ষক। করবেনই বা কেনো, বিশ্বের সেরা ও এক নম্বর গোলরক্ষক এখন যে তিনিই।

/এএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply