দুই সপ্তাহ ধরে আন্দামান উপকূলে ভাসছিলেন শতাধিক রোহিঙ্গা, যা জানা গেলো

|

ছবি: সংগৃহীত

ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের উপকূলে ভাসমান একটি নৌকায় আটকা পড়েছিলেন শতাধিক রোহিঙ্গা। জানা গেছে, গত দুই সপ্তাহ ধরে সেখানেই ভাসছিলো নৌকাটি। এরইমধ্যে পানিতে ডুবে ও খাদ্য সংকটে ২০ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। খবর বিবিসির।

জানা গেছে, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে ঝুঁকি নিয়ে সাগরপথেই মিয়ানমার ছাড়ার চেষ্টা করছিলেন তারা। তাদের সম্ভাব্য গন্তব্য ছিলো ইউরোপ বা মধ্যপ্রাচ্য।

বিবিসি জানিয়েছে, মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে ৫টি ভারতীয় জাহাজ পৌঁছায় রোহিঙ্গা বোঝাই ওই নৌযানের কাছে। চলতি মাসেই, আরেকটি নৌকা থেকে শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করে শ্রীলঙ্কার নৌবাহিনী। তাদের সেখানকার একটি আশ্রয়শিবিরে রাখা হয়েছে বলে জানা গেছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply