বছরের শুরুতেই মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

|

ছবি: সংগৃহীত

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের আভাস ছিল এবারের বিশ্বকাপের সেমিফাইনালেই। কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা বিদায় নিলে দেখা হলো না সুপার ক্ল্যাসিকো। তবে ৩য় বারের মত শিরোপা ঘরে তুলে ফিরেছে আরেক লাতিন পরাশক্তি আর্জেন্টিনা।

দুই দলের জাতীয় দলের লড়াই থেকে আরও একবার বঞ্চিত হলো ফুটবল বিশ্ব। তবে সিনিয়ররা না নামলেও, যুবারা নিজেদের শক্তি পরীক্ষার জন্য মুখোমুখি হচ্ছে সামনের মাসেই।

জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। যেখানে লাতিন অঞ্চলের ১০ দল দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে। ১৯ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কলম্বিয়াতে হবে এবারের আসরটি। যেখানে গ্রুপ ‘এ’তে পড়েছে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই।

২৩ জানুয়ারি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। এই গ্রুপে আরও রয়েছে স্বাগতিক কলম্বিয়া, প্যারাগুয়ে আর পেরু। গ্রুপ ‘বি’ রয়েছে ইকুয়েডর, উরুগুয়ে, ভেনেজুয়েলা, চিলি আর বলিভিয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply