২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’।
আয়োজনের ইন্টারন্যাশনাল কম্পিটিশন: ইনোভেশন ইন মুভিং ইমেজেস বিভাগে সিনেমাটি যৌথভাবে সেরার পুরস্কার জিতেছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) উৎসবের শেষ দিনে এ স্বীকৃতি পেলো সিনেমাটি। এসময় সিনেমার পরিচালক মুহাম্মদ কাইউমের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
দেশের হাওরাঞ্চলের শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। দেশের বৃহত্তর হাওর অঞ্চল সুনামগঞ্জে হয়েছে সিনেমার পুরো চিত্রায়ন। একই বিভাগে স্পেনের ‘আপন এন্ট্রি’ সিনেমাটিও পেয়েছে সেরার পুরস্কার।
এটিএম/
Leave a reply