গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কালিবাড়ী হাটে অগ্নিকাণ্ডের ঘটনায় গুদামসহ অন্তত ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
শুক্রবার (২৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট টানা ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, ফজরের নামাজে যাওয়ার সময় কালিবাড়ী হাটের পাশের মার্কেটে আল আমিনের চালের আড়তে আগুন দেখতে পান মুসল্লিরা। মুহূর্তে সে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। এতে মার্কেটের ৮টি দোকান ও গুদামঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে- চালের আড়ৎ, কাপড়ের দোকান, ঔষধের ডিসপেনসারি, ক্রোকারীজ দোকান, হার্ডওয়্যার ও কনফেকশনারি গুদাম।
পলাশবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মশিউর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। টানা প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায় নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, ইউএনও কামরুজ্জামান নয়ন এবং থানার ওসি মাসুদ রানা।
এএআর/
Leave a reply