প্যাট্রিয়ট মিসাইল সরবরাহের ঘোষণার পরদিনই চরম সহিংসতা ইউক্রেনে

|

জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরকালে অত্যাধুনিক প্যাট্রিয়ট মিসাইল সরবরাহের ঘোষণার পরদিনই চরম সহিংসতা ছড়িয়েছে ইউক্রেনে। পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলকে ঘিরে শুরু হয়েছে উত্তেজনা।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সম্মুখ সমরে ব্যাপক সংঘাতের ঘটনা ঘটেছে দুপক্ষের। কিয়েভ জানায়, এদিন ক্রামাতোরস্ক এলাকায় আবাসিক ভবন এবং স্কুলে মিসাইল হামলা চালায় রুশ বাহিনী। এতে ঘরবাড়ি ধ্বংস হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গুরুতর আহত হয়েছেন বহু মানুষ।

এদিকে দোনবাসে ইউক্রেনীয় বাহিনীর হামলায় রাশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী এবং অঞ্চলটির রুশ পন্থী কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ মস্কোর। হামলাকালে উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে বসেছিলেন বলে নিশ্চিত করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে এর জেরে আরও বাড়তে পারে রুশ বাহিনী হামলার মাত্রা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply