এক বাবুর্চির হাতে মেসিদের বিশ্বকাপ ট্রফি নিয়ে সমালোচনার ঝড় বইছে নেট দুনিয়ায়। ফাইনাল ম্যাচের পর অনুমতি ছাড়াই মাঠে ঢুকে মেসি-ডি মারিয়াদের সঙ্গে সেলফিও তুলেছেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়নদের কাছ থেকে ট্রফি নিজের হাতে নিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন ‘সল্ট বে’ নামের দুনিয়াখ্যাত তুরস্কের এই শেফ। বিষয়টি নিয়ে এরইমধ্যে তদন্তের ঘোষণা দিয়েছে ফিফা।
সল্ট বের আসল নাম নুসরেত গোকচে। পেশায় তিনি একজন বাবুর্চি। তুরস্কের এই রাধুনি স্টেকের ওপর তার হাতটা সাপের মতো বাঁকিয়ে বিচিত্র এক ভঙ্গিতে লবন ছেটান। আর সেই ব্যতিক্রমী দৃশ্য মুহুর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। গোকচে হয়ে যান ভাইরাল। পরিচিত হয়ে ওঠেন ‘সল্ট বে’ নামে। তার রেষ্টুরেন্টে পৃথিবীর বিখ্যাত সব সেলিব্রিটিরা অতিথি হয়ে যান। এমনকি লিওনেল মেসি, লেব্রন জেমস, ডেভিড বেকহাম, কিলিয়ান এমবাপ্পে, আর্তুরো ভিদালরাও আছেন সেই তালিকায়।
গত কয়েকদিন ধরে খেলার পাতায় শিরোনাম তিনি। গত রোববার বিশ্বকাপ ফাইনাল দেখতে তিনি হাজির হয়েছিলেন লুসাইল স্টেডিয়ামে। ম্যাচে পেনাল্টি শ্যুট আউটে জয় পাওয়ার পর শুরু হয় লিওনেল মেসিদের বিশ্বকাপ জয়ের উৎসব। এসময় গ্যালারি থেকে মাঠে নেমে আসেন সল্ট বে। বিশ্বকাপটাও হাতে নেন তিনি। ‘বিশ্বকাপ হাতে ধরার তিনি কে?’ এমন মন্তব্যও ধেয়ে আসতে থাকে নেটিজেনদের কাছ থেকে।
প্রটোকল ভেঙে সল্ট বে কীভাবে চলে গেলেন শিরোপা জয়ীদের কাছে? কীভাবেই বা ট্রফি তুলে নিলেন হাতে? এসব নিয়ে তদন্তে নামার কথা জানিয়েছে ফিফা। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বলেছে, ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের সমাপনী উদযাপনে একজন কীভাবে অযাচিতভাবে মাঠে প্রবেশ করতে পারে, সেটা পর্যালোচনা করছে ফিফা। তার বিরুদ্ধে উপযুক্ত অভ্যন্তরীণ পদক্ষেপ নেয়া হবে।
এমন পরিস্থিতিতে তোপের মুখে পড়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। গত বছর সল্ট বের রেস্টুরেন্টে গিয়ে তার খাওয়ার একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে। গুঞ্জন উঠেছে, গা ঘেষা সম্পর্কের কারণে এই সেলেব্রিটি শেফকে বিশেষ সুবিধা দিয়েছেন ফিফা প্রধান।
বিশ্বকাপ ট্রফি হাতে তোলারও নিয়ম বেধে দেয়া আছে ফিফার রুলবুকে। সে অনুযায়ী, কেবল বিশ্বকাপ জয়ীরাই হাতে তুলে নিতে পারেন সোনালী কাপটি। এছাড়া, তা ছুঁয়ে দেখার অধিকার রয়েছে বিজয়ীদের রাষ্ট্রপ্রধানের।
/এম ই
Leave a reply