ফ্রান্সে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

|

ছবি: সংগৃহীত

ফ্রান্সের প্যারিসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছে তিনজন। আহত হয়েছে আরও তিনজন। কুর্দি সাংস্কৃতিক কেন্দ্রে হামলার জেরে ছড়িয়েছে ব্যাপক বিক্ষোভ-সহিংসতা। খবর রয়টার্স’র।

হামলার পরপরই প্রতিবাদে রাজপথে নেমে আসে স্থানীয় কুর্দি কমিউনিটির সদস্যরা। রাস্তায় অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর করে বিক্ষোভকারীরা। নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয় তাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার কুর্দি কালচারাল সেন্টারে প্রবেশের পর গুলি ছুঁড়তে থাকে এক ব্যক্তি। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থল থেকে আটক করা হয় ৬৯ বছর বয়সী সন্দেহভাজনকে। জাতিগত বিদ্বেষ থেকেই কুর্দি সম্প্রদায়কে টার্গেট করেন বলে ধারণা পুলিশের।

২০২১ সালে প্যারিসের অভিবাসী ক্যাম্পে হামলা চালিয়েছিল ওই ব্যক্তি। সম্প্রতি ছাড়া পান জেল থেকে। তবে কট্টরপন্থি কোনো গোষ্ঠীর সাথে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply