মুন্সিগঞ্জে টোলপ্লাজায় দাঁড়ানো প্রাইভেটকারে বাসের ধাক্কা, আহত ৫

|

যাত্রীবাহী বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেটকারটি।

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের কেরানীগঞ্জে থেমে থাকা প্রাইভেটকারে বাসের ধাক্কায় চালকসহ ৫ জন আহত হয়েছেন। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

আহতদের মধ্যে একজনের নাম আবুল হোসেন। তিনি মাদারীপুরের ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, শনিবার সকালে টোল প্লাজায় ঢাকামুখি বুথের সামনে প্রাইভেটকারটি থেমে ছিল। এ সময় ‘তাজ আনন্দ’ নামে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং আহত হন ভেতরে থাকা চালকসহ ৪ যাত্রী। এ সময় বাসের একজন যাত্রীও আহত হন। পরে হাইওয়ে পুলিশ ও টোল প্লাজায় কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

হাইওয়ে পুলিশের সার্জেন্ট বাহরুল সোহাগ জানান, দুর্ঘটনায় প্রাইভেটকারের চার ও বাসের এক যাত্রী গুরুত্বর আহত হয়েছে। গাড়িগুলোকে সড়ক থেকে সরানো হচ্ছে। আহতদের ঢাকায় রেফার্ড করা হয়েছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply