মরিনহোকে নিয়ে ব্রাজিল ও পর্তুগালের টানাটানি

|

ছবি: সংগৃহীত

ফার্নান্দো সান্তোসকে বরখাস্তের পর কোচ হিসেবে হোসে মরিনহোর দিকে দৃষ্টি ছিল পর্তুগালের। তবে ঘটনায় রোমাঞ্চ এনে দেন ব্রাজিলের ফুটবল সংস্থার প্রধান এনাল্ডো রদ্রিগেজ। যেকোনো মূল্যে মরিনহোকে দলে ভেড়ানোর দায়িত্ব নিয়েছেন তিনি। এমনটাই দাবি করছে ইতালি’র পত্রিকা লা রিপাবলিকান।

বিশ্বকাপে হেক্সা মিশনে মরুর দেশ কাতারে শুরুটা ভালো হয় ব্রাজিলের। গ্রুপ পর্বে ক্যামেরুনের সাথে শেষ মূহুর্তের গোলে পরাজিত হলেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে কোনো বাঁধা ডিঙাতে হয়নি তিতে শিষ্যদের। রাউন্ড অব সিক্সটিনে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দেয়ার পর কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে স্বপ্নযাত্রা শেষ হয় সেলেসাওদের।

সেমিফাইনালের আগেই দলের এমন বিদায়ে কোচের পদ থেকে সরে যান তিতে। তার বিকল্প হিসেবে জোরালোভাবে উঠে আসে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির নাম। যদিও স্প্যানিশ ক্লাবটির সাথে এই কোচের চুক্তি রয়েছে ২০২৪ সাল পর্যন্ত। তবে গল্পের মোড় ঘুরে যায় হোসে মরিনহোকে সেলেসাও শিবিরে ভেড়ানোর তোড়জোড় নিয়ে।

ফার্নান্দো সান্তোস পতুর্গালের দায়িত্ব ছাড়ার পর এএস রোমা বসের দিকে দৃষ্টি এখন পর্তুগীজদের। এমন পরিস্থিতিতে ইউটার্ন নিয়ে খোদ চালকের আসনে ব্রাজিল ফুটবল সংস্থার প্রধান এনাল্ডো রদ্রিগেজ। যেকোনো মূল্যে তিনি দায়িত্ব নিয়েছেন ‘স্পেশাল ওয়ান’কে দলে ভেড়ানোর। এমনটাই দাবি করছে ইতালিয়ান পত্রিকা লা রিপাবলিকান।

পর্তুগালের কোচ হিসেবে ঘোষণা করা হতে পারে মরিনহোর নাম; এরকম এক পরিস্থিতিতেই পাশার দান উল্টে দিলেন এনাল্ডো। শেষ মূহুর্তে ব্রাজিলের আগ্রহে রীতিমতো দড়ি টানাটানি অবস্থা দুই ফেডারেশনের মধ্যে। ব্রাজিল নাকি পর্তুগাল- কোন দেশের ডাগ আউটে দেখা যাবে হোসে মরিনহোকে? এমন প্রশ্নের জবাব হয়তো পাওয়া যাবে সময় গড়ালেই।

আরও পড়ুন: নিজের পায়ে বিশ্বকাপ ট্রফির ট্যাটু করালেন ডি মারিয়া


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply