খাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

|

স্টাফ করেসপনডেন্ট, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ে মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার গচ্ছাবিল এলাকার এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুলছুম বেগম (৩৫) ও তার ৮ বছর বয়সী কন্যা ইসরাত জাহান কলি।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গচ্ছাবিল শাহানগর এলাকার সৈয়দ মো. ওমর ফারুক’র স্ত্রী কুলসুম বেগম ও মেয়ে ইশরাত জাহান কলি বাড়ির পাশে গরু আনতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে টানা তার ও সাইড লাইনের তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীরা আহতদের দ্রুত মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা-মেয়েকে মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহানূর আলম জানান, সরকারি লাইনের খুঁটি থেকে নরমাল তার দিয়ে টানা সাইড লাইনের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে অপমৃত্যু বলে ধারণা করা হচ্ছে।
পরবর্তী আইনি কার্যক্রম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply