যুক্তরাষ্ট্র ও কানাডায় ভয়াবহ তুষারঝড়ে কমপক্ষে ৩৮ জন মৃত্যুবরণ করেছেন। এখনও বিদ্যুৎহীন দুই লাখের মতো গ্রাহক। খবর এএফপির।
বোম্ব সাইক্লোনে শুধু যুক্তরাষ্ট্রেই প্রাণ হারিয়েছেন ৩৪ জন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত নিউইয়র্ক রাজ্যের বাফেলো এলাকা। ভারী তুষারপাত-ঝড়ো হাওয়ায় স্থবির গোটা জনজীবন। তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এখনও সাড়ে ৫ কোটি মার্কিনীকে রাখা হয়েছে জরুরি সতর্কতার আওতায়।
পাওয়ার আউটেজ ইউএস’র তথ্য অনুসারে, বৈরী আবহাওয়ার মধ্যেই চলছে বিদ্যুৎ পুনঃসংযোগের কাজ। ক্রিসমাস মৌসুমেও অন্ধকারে ছিলো ১৭ লাখ ঘরবাড়ি-স্থাপনা।
এদিকে কানাডার মেরিট শহরে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন। দেশটির কুইবেক শহরে এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন এক লাখ ২০ হাজার গ্রাহক। গেলো তিন দিনে দেশগুলোয় বাতিল করা হয়েছে ১২ হাজারের মতো বিমান ফ্লাইট।
এটিএম/
Leave a reply