রসিক নির্বাচন: ‘গোপন কক্ষে একজনের বেশি প্রবেশ করলে কঠোর ব্যবস্থা’

|

রংপুর সিটি করপোরেশেনে (রসিক) মডেল নির্বাচন করতে চায় কমিশন। এজন্য নির্বাচনের সময় গোপন কক্ষে একজনের বেশি প্রবেশ করলে তাকে আইনের আওতায় আনা হবে।

সোমবার (২৬ ডিসেম্বর) ভোটপূর্ব সরঞ্জাম বিতরণকালে এসব কথা জানান রিটার্নিং অফিসার আব্দুল বাতেন। রংপুর পুলিশ লাইনস মাঠে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ কমিশনারের ব্রিফিংয়ে ভোটের পরিবেশ ও বিধি নিয়ে বিস্তারিত বর্ণনা করা হয়। এরপর কেন্দ্রে কেন্দ্রে ইভিএম পাঠানো শুরু হয়। পুলিশি নিরাপত্তায় পৌঁছানো হচ্ছে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম।

কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে অতীতের চেয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও এ সময় উল্লেখ করেন আব্দুল বাতেন। বলেন, ব্যক্তির দায় প্রতিষ্ঠান নিবে না।

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কমিশনার নূরে আলম মিনা পেশাদার আচরণের তাগিদ দিয়েছেন। বলেন, অনেকে লোভ দেখাতে পারে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবধান থাকতে হবে।

এর আগে, গেলো মধ্যরাতে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারের নির্ধারিত সময়। ২২৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোটগ্রহণ। ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন। এদিকে নির্বাচন ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply