তৃতীয়বারের মতো নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সাবেক মাওবাদী নেতা পুষ্প কমল দহল প্রচণ্ড। রোববার (২৫ ডিসেম্বর) তাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেন প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি। খবর দ্য টেলিগ্রাফের।
গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায়, ঝুলন্ত অবস্থায় ছিল পার্লামেন্ট। জোট গড়েন খড়গ প্রসাদ অলির নেতৃত্বাধীন প্রধান বিরোধী দলের সঙ্গে। বেশ কয়েকটি ছোট দলের সমর্থনও পান তিনি। পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের অর্ধেকের বেশি সদস্য সমর্থন দেন দহলকে। ২০১৭ সালের নির্বাচনেও জোট গড়েছিলেন দহল-অলি। তবে মেয়াদের মাঝামাঝি সময় প্রধানমন্ত্রীত্ব নিয়ে তৈরি হয় বিরোধ।
১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত সহিংস মাওবাদী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন দহল। পরে জাতিসংঘের মধ্যস্থতায় হয় শান্তিচুক্তি। ২০০৮ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
এটিএম/
Leave a reply