তাইওয়ানকে ঘিরে আবারও সামরিক মহড়া চীনের

|

তাইওয়ানকে ঘিরে আবারও বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে চীন। অপারেশন স্ট্রাইকিং ড্রিল নামের এই মহড়ায় অংশ নিয়েছে ৭১টি যুদ্ধবিমান। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

যুদ্ধবিমানের মধ্যে রয়েছে জে-১৬, জে-১১ এবং এসইউ-৩০’র মতো অত্যাধুনিক ফাইটার জেট। এর পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের অ্যাটাক ড্রোনও। বহুমাত্রিক এই মহড়ায় যোগ দিয়েছে ৭টি যুদ্ধজাহাজও।

এদিকে, বেইজিংয়ের এই পদক্ষেপকে আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছে তাইওয়ান। অঞ্চলটির অভিযোগ, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই এসব যুদ্ধবিমান এবং জাহাজ তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে।

তাইওয়ানকে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রেক্ষিতে অঞ্চলটিকে কেন্দ্র করে বিভিন্ন সময়ই মহড়া চালিয়ে আসছে চীন। এর আগে তাইপেতে মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির সফরের প্রতিবাদে বড় ধরনের সামরিক মহড়া চালায় চীনা সামরিক বাহিনী।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply