খেরসন অঞ্চলে রুশ হামলা: প্রাণহানি বেড়ে ১৬

|

ইউক্রেনের খেরসন অঞ্চলে রুশ হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১৬ জনে। রোববারের ওই হামলায় আরও ৬৪ জন আহত হয়েছেন। কয়েকজনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

গেল মাসেই রাশিয়ার দখল থেকে অঞ্চলটির একাংশ পুনরুদ্ধার করে জেলেনস্কি সরকার। আঞ্চলিক কর্তৃপক্ষের দাবি- একদিনেই ৭১ দফা মিসাইল-রকেট ও গোলাবর্ষণ করেছে রুশ সেনাবহর। ‌এতে প্রাণ হারান জরুরি বিভাগের তিন কর্মী। তারা বোমা অপসারণের কাজে নিযুক্ত ছিলেন।

এদিন দোনেৎস্ক এলাকার ক্রামাতোরস্ক শহরে তিন দফা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও গুড়িয়ে গেছে শিল্পাঞ্চল। তাছাড়া, খারকিভ অঞ্চলের ২৫টি ছোটবড় শহর ও লোকালয়কে টার্গেট করেছে পুতিনের সেনাদল। ফ্রন্টলাইন লক্ষ্য করে ১০ দফা ছোড়া হয় মিসাইল। এদিকে জাপোরিঝিয়া এলাকায় গেল ২৪ ঘণ্টায় চালানো হয়েছে ২০ দফা হামলা।

উল্লেখ্য, চলতি বছরের অক্টোবর থেকেই ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি কেন্দ্রগুলো লক্ষ্য করে রুশ বাহিনী হামলা চালাচ্ছে। এতে ইউক্রেনের লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply