ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী তারকা ও সাবেক রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। এমন খবর চাউর হয়েছে ফরাসী গণমাধ্যমগুলোতে। পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বী দুই আর্জেন্টাইনেও চোখ রাখছে ব্রাজিল। পছন্দের তালিকায় আছে পচেত্তিনো ও মার্সেলো গ্যালার্দোর নামও।
কাতারে হেক্সা জয়ের মিশনে গিয়ে খালি হাতেই ফিরতে হয়েছে তারকাবহুল ব্রাজিলকে। পরপর দুই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হলো সেলেসাওদের। এমন ব্যর্থতায় দলের দায়িত্ব ছেড়েছেন কোচ তিতে। এরপর থেকেই আলোচনা হচ্ছে কে হতে যাচ্ছেন ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ।
বর্তমানে কাজ নেই এমন কাউকেই খুঁজছে সেলেসাওরা। যিনি খুব দ্রুতই তারকাবহুল এ দলটির হাল ধরবেন। তার মধ্যে অন্যতম ফ্রান্সের সাবেক তারকা ফুটবলার জিনেদিন জিদান। সবশেষ রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর থেকে নতুন কোন দলের সঙ্গে যুক্ত হননি জিদান। এছাড়া যিনি রিয়ালকে জিতিয়েছেন টানা তিন চ্যাম্পিয়ন্সলিগ শিরোপা তার অভিজ্ঞতার প্রশ্ন তোলাই হবে বোকামি। যদিও গুঞ্জন আছে, জিদানের ইচ্ছা নিজ দেশ ফ্রান্সের কোচ হওয়া। তবে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা না জিতলেও কোচ দিদিয়ের দেশমেই আস্থা ফ্রান্সের। আর তাই তো জিদানকে খুঁজতে হবে অন্য কোনো জাতীয় দলের ঠিকানা।
ফরাসি গণমাধ্যম লেকিপে বলছে, জিদানের পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে ব্রাজিল। কেননা ব্রাজিল তাদের প্রথা ভেঙ্গে নিতে চায় বিদেশী কোনো কোচ। সেখানে খুব ভালোভাবেই উতরে গেছেন সাবেক এ সুপারস্টার।
জিদান ছাড়াও ব্রাজিলের সম্ভাব্য কোচের তালিকায় আছেন দুই আর্জেন্টাইন মার্সেলো গ্যালার্দো ও মরিসিও পচেত্তিনো। যাদের দুজনই এখন বেকার সময় কাটাচ্ছেন। এছাড়া নাম আছে জার্মানির টমাস টুখেল, স্প্যানিশ রবার্তো মার্টিনেজসহ রাফায়েল বেনিতেজের নাম। তবে শেষ পর্যায়ে এসে কার হাতে উঠতে যাচ্ছে নেইমার-অ্যান্টনি-রিচার্লিসনদের দায়িত্ব, সেটি জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।
/এসএইচ
Leave a reply